প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বেশ ঘটা করেই কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড় অবলম্বনে মাসুদ রানা সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজা মাল্টিমিডিয়া। ইতোমধ্যে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের জন্য একটি রিয়েলিটি শো’র মাধ্যমে নায়ক খোঁজার আয়োজনও করা হয়। হলিউড, বলিউডের নায়ক-নায়িকাদের নামও ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত এসব ঘোষণা অনেকটা অসারে পরিণত হচ্ছে। সিনেমাটি নির্মাণে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ অর্থ পাচারের অভিযোগ ও খেলাপি ঋণের মামলায় পলাতাক থাকাতেই এসব সংকট দেখা দিয়েছে। জাজ থেকে বলা হয়েছিলো প্রায় ৮৩ কোটি টাকা বাজেটের সিনেমা হবে এটি। এটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভ‚ত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। ঘোষণা দেয় একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে খুঁজে বের করা হবে মাসুদ রানার চরিত্রের অভিনেতাকে। ইউনিলিভারের সহায়াতায় চ্যানেল আইয়ে সেই রিয়েলিটি শো শুরুও হয়েছিলো। যেখানে বিচারক হিসেবে দেখা গেছে পূর্ণিমা ও ফেরদৌসকে। কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা থেকে সরে এসেছে জাজ।
চ্যানেল আইয়ের ওই প্রতিযোগিতাটি এখন তাদের নিজস্ব রিয়েলিটি শো। মাসুদ রানা খোঁজার প্রতিযোগিতাটি এখন ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই দ্য হিরো ২০১৯ হিসেবে পরিণত হয়েছে। জাজ এই প্রতিযোগিতার বাইরে থেকেই মাসুদ রানা নির্বাচনের কথা ভাবছে। সেই তালিকায় এগিয়ে আছে চিত্রনায়ক রোশানের নাম। তবে রিয়েলিটি শো থেকে জাজের সরে আসায় ছবিটি নিয়ে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জণ উঠেছে, শেষ পর্যন্ত সিনেমাটি হবে না। আর হলেও যোগ্য নায়ক নির্বাচন করতে পারবে না। জাজ ঘোষণা দিয়েছিল মাসুদ রানা সিনেমাটিতে হলিউড, বলিউড ও ঢালিউডের খ্যাতিমান অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। সেই অনুযায়ী, ইতোমধ্যে রেসলিং তারকা দ্য গ্রেট খালি দ্য ম্যাট্রিক্স সিনেমা খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড, আয়রন ম্যান ২খ্যাত হলিউডের অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল রাইট, মাইকেল প্যারেসহ বেশ কজন তারকার কথা ঘোষনা করা হয়েছে। সর্বশেষ গত ২৯ আগস্ট ঘোষণা দিয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের অভিনয়ের কথা। তবে যে কজন বিদেশি তারকা অভিনয় করবেন বলে জানানো হচ্ছে তাদের কারোর সঙ্গেই চুক্তির কোনো প্রমাণ মেলেনি। কার কী চরিত্র সেটাও জানানো হয়নি। সঙ্গত কারণেই বিদেশি তারকারা আদৌ এই সিনেমাটির ব্যাপারে কিছু জানেন কী না সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। চলচ্চিত্রাঙ্গণের লোকজন মনে করছেন, জাজ মাল্টিমিডিয়াকে আলোচনা রাখতেই এ ধররেন স্ট্যান্টবাজি করা হচ্ছে। তবে জাজ মাল্টিমিডিয়া বলেছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন দেখার বিষয় হচ্ছে, মাসুদ রানা আসলেই নির্মিত হবে কিনা, নাকি তা শুধু কথার কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।