Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস প্রধান বাগদাদী কি আফগানিস্তানে ?

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

ইসলামিক স্টেট (আইএস)-র প্রধান আবু বকর আল বাগদাদী ইরান হয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন। আল বাগদাদী পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নানগরহার প্রদেশে পৌঁছেছেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের লন্ডনভিত্তিক আরবি পত্রিকা আসরাক আল-আওসাত জানিয়েছে, আল বাগদাদী ইরানের জাহেদান শহর হয়ে আফগানিস্তান পৌঁছেছেন। আসরাক আল-আওসাত বলছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-র সঙ্গে মিলে জাহেদানে গ্রুপটির যোদ্ধাদের জন্য একটি জায়গা ম্যানেজ করেছে আইএস। আইআরজিসি ও আইএসের মধ্যে এ ধরনের সহযোগিতা সিরিয়ার গৃহযুদ্ধে জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের ভূমিকাকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশ্বস্ত বাহিনীকে সমর্থন যুগিয়ে যাচ্ছে ইরান, একইসঙ্গে সিরিয়ায় স্থলবাহিনী হিসেবে আইআরজিসি’র সদস্যরা সক্রিয় আছে। ধারণা করা হচ্ছে, সিরিয়ায় আন্তর্জাতিক জোট পরিচালিত ‘অপারেশন রাউন্ডআপ’ থেকে বাঁচতে আফগানিস্তান পালিয়েছেন আল বাগদাদী। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরিয়া থেকে আইএসকে নির্মূলের জন্য এই অভিযানের তৃতীয় ধাপ চলছে। আল-বাগদাদী কোথায় আছেন সেটি নিয়ে বেশ কয়েক বছর ধরেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গেল আগস্টে প্রায় এক বছর প্রথম ভাষণে আল-বাগদাদী সাম্প্রতিক পরাজয়ের মধ্যেও লড়াই চালিয়ে যেতে তার সমর্থকদের আহ্বান জানান। ৫৫ মিনিটের ওই অডিও বার্তায় আল বাগদাদী আইএস যোদ্ধাদের উদ্বুদ্ধ করতে শোনা যায়। তবে কোন জায়গা থেকে ওই অডিও রেকর্ড করা হয়েছে সেটি স্পষ্ট নয়। গত ফেব্রুয়ারি মাসে আলজেরিয়ার চিফ অব স্টাফ এবং ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আহমেদ গেইদ সালাহ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তামানরাসেত এলাকা সফরে যান। তখন গুঞ্জন ওঠে যে আল বাগদাদী সেখানে আছেন। একই মাসের ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলি আল-বাশরি বলেন, সিরিয়ার মরু এলাকার একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আল বাগদাদী। এর আগে আল বাগদাদীর মৃত্যুর খবরও শোনা গেছে। ২০১৭ সালের জুলাইয়ে আইএস দাবি করে, ইরাকের মসুলে এক বিমান হামলায় আল বাগদাদী নিহত হয়েছেন। ওইসময় রাশিয়া এবং ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আল বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে ওই মাসেই ইরাকের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, সিরিয়ার উত্তরে রাক্কার কাছাকাছি লুকিয়ে আছেন আল বাগদাদী। পরে ২০১৭ সালের অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রও জানায়, আল বাগদাদী এখনও বেঁচে আছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের মুখপাত্র কর্নেল রায়ান ডিলন বলেন, আল বাগদাদী নিহত হওয়ার ব্যাপারে শতভাগ প্রমাণ নেই। তাই আমরা মনে করছি সে এখনও জীবিত আছে এবং তাকে খোঁজা অব্যাহত রাখবো। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ