Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় অগ্নিদগ্ধ নিহত কলেজ ছাত্রী মুক্তি হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৮:১০ পিএম | আপডেট : ২:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী মুক্তি খাতুনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে অগ্নিদগ্ধ করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ডা: জাহেদ আলীকে আজ বুধবার বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ বিন হাসান (সাঁথিয়া সার্কেল) ও সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর হোসেনর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলাধীন শাহাজাদপুর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: গত ১৯ আগস্ট সাঁথিয়া উপজেলায় একটি উন্মুক্ত জলাশয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মুক্তি খাতুনের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার সারা শরীর আগুনে ঝলসে যায় । গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁকে ভর্তি করা হয়। এখানে দশদিন জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ‘মুক্তির মুক্তি হয় মৃত্যুরত।’ নিহত মুক্তি খাতুন, মুক্তি যোদ্ধা মোজাম্মেল হকের কন্যা । এই অগ্নিকান্ডের সময় প্রতিপক্ষদের আক্রমণে ভয়ে বাড়ির পুরুষ মানুষ ও অন্য সদস্যরা পালিয়ে গেলেও পালাতে পারেননি হতভাগী মুক্তি খাতুন। দুর্বৃত্তরা তাঁকে টেনে হেঁচড়ে বাড়ির উঠানে নিয়ে এসে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। ঘটনার রাতে মোজাম্মেল হক বাদী হয়ে ৩২ জন নামীয় এবং আরো কয়েকজন অজ্ঞাতজনের নামে থানায় এজাহার দায়ের করেন। মুক্তি খাতুন মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। পুলিশ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে । পরে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করা হলো। অভিযুক্ত আরও ৭ জন পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাবনার পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম বলেছেন, কোন হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের সাথে কোন আপোষ নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিদগ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ