বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ঐক্যকে অশনি সঙ্কেত উল্লেখ করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক অপশক্তির তথাকথিত জাতীয় ঐক্য প্রক্রিয়া বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে একটি অশনি সংকেতন। তিনি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন।
মেয়র বলেন, আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য বাংলাদেশকে ধ্বংস করার দেশী ও বিদেশী নীলনক্সা। এই নীলনক্সা এখনই ব্যর্থ করতে আওয়ামী লীগের সাংগঠনিক ব্যারিকেড তৈরী করতে হবে।
সভাপতির বক্তব্য মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যারা দলে বিভাজন সৃষ্টি করবে তারা ঘরের শত্রু বিভীষণ। তাদের আসসালামু আলাইকুম জানাতে দ্বিধা নেই। সভায় আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম, এম এ রশীদ, আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।