মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলে পর্বত আরোহনে যাওয়া ৪৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পর্বতারোহীদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ জন শিক্ষার্থী ছিলেন। লাহাউল-স্পিতি জেলার পাহাড়ি এলাকায় গিয়েছিলো ওই গ্রুপ। ভারী তুষারধসের পর তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
এক শিক্ষার্থীর বাবা রাজবীর সিং বলেন, তাদের দলটি হাম্পতা পাসে পর্বতারোহে গিয়েছিলো। সেখান থেকে মানালিতে ফিরে আসার কথা ছিলো তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। শিমলার স্থানীয় এক কর্মকর্তা সিনহুয়াকে জানায়, তারা উদ্ধার অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘ভারতের বিমান বাহিনীর সদস্যসহ আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। আশা করি তাদের খুঁজে পাওয়া যাবে।
হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হিমাচল প্রদেশ। সূত্র : সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।