মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুতিন সরকারের উপর চাপ আরও বাড়াল ওয়াশিংটন। রবিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে জানায় যে, উত্তর কোরিয়াকে তেল সরবরাহকারী কোনও ব্যক্তি বা দেশের উপর দ্রুত নিষেধাজ্ঞা জারি করতে দ্বিধা করবে না ওয়াশিংটন।
এর আগে আমেরিকার দূত নিকি হ্যালি অভিযোগ করেছিলেন, নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের নীতি লঙ্ঘন করছে রাশিয়া সরকার। উত্তর কোরিয়া যাতে পরমাণু অস্ত্র তৈরির জ্বালানি জোগাড় করতে না পারে, তার জন্য ২০০৬ সালে ওই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। কিন্তু নিকির অভিযোগ, সেই নিয়ম এখন ভঙ্গ করছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। পিয়ংইয়ং কে নিয়মিত তেল সরবরাহ করছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাংশ জানিয়েছে, কিমের উপর চাপ ধরে রাখতেই রাশিয়ার উপরও চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।