Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাতিলের কাছে মাথানত না করার দৃষ্টান্ত আশুরা

দোয়া মাহফিলে জৈনপুরী পীর সাহেব

| প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জৈনপুরী দরবারে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া মাহফিলে জৈনপুরী পীর সাহেব বলেছেন, বাতিলের কাছে মাথা নত না করার দৃষ্টান্ত হচ্ছে আশুরা। সম্প্রতি লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার, ৩/১৪, ব্লক-জি) শরীফ ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ক্বারী রওশন আরা নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে দোয়া করেন মুজাদ্দেদে জামান, মাদরজাদ ওলী আল্লামা সৈয়দ মাহ্বুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। প্রধান অতিথি ছিলেন কমপ্লেক্সের আজীবন সদস্য, মিসেস আজীজুন্নাহার নাঈমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক মদীনা প্রবাসী আশেকে শরীয়ত ও তরীকত মুসাররাত ফাতেমা এবং সমাজসেবক আশেকে রাসূল (সা.) মা সায়েলা বিলকিস আলম প্রমুখ। এতিমখানা মাদ্রাসার বিশাল ছাত্রী ও হেফজখানা মাদ্রাসা ছাত্রদের সমন্বয়ে অনুষ্ঠিত এই দোয়া কবুলের অনুষ্ঠানে মিলাদ পাঠ ও বয়ান করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরী। বয়ানে পীর সাহেব বলেন, বিশেষ বিশেষ কারনে আল্লাহতায়ালা মহররম মাস ও আশুরার দিনকে মহিমাম্বিত করেছেন। যুগে যুগে এদিনে আল্লাহতায়ালা নবী ওলীদের দোয়া কবুল করেন এবং তাদেরকে কঠিন বিপদ ও শত্রুমুক্ত করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ দিনেই আল্লাহতায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন। এদিন কেয়ামত সংঘটিত হবে। হযরত নূহ (আ.) যুদি পাহাড়ে অবতরণ করেন এদিন, হযরত ইব্রাহীম (আ.) নমরুদের আগুনকে ফুলের বাগানে পরিণত করেন। হযরত আইয়ুব (আ.) রোগমুক্ত হন। হযরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে মুক্তিলাভ করেন অর্থাৎ সদলবলে ১২ টি গোত্রের জন্য ১২ টি রাস্তার মাধ্যমে নদী পারি দিয়ে বিজয় লাভ করেন এবং ফেরাউনকে সদলবলে সাগরে ডুবিয়ে মারেন। অনুরূপভাবে প্রতিটি জালেম শাসকের বিচার কেয়ামত পর্যন্ত হতে থাকবে। আশুরার দিন তার জলন্ত স্বাক্ষী। এদিনে নবীজির(সা.) প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ৭২ জন সফরসঙ্গীঁ নিয়ে ৬১ হিজরীর ১০ মহরম কারবালা প্রান্তরে বেনামাজি, মদ্যপায়ী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে একে একে শাহাদত বরণ করে সত্যদ্বীনকে উজ্জীবিত রাখার মহান স্বার্থে বাতিল শক্তির নিকট মাথা নত না করে হকের পতাকা চির উড্ডীন রেখে দৃঢ় ভিত্তি স্থাপন করে গিয়েছেন। যা উম্মতে মোহাম্মদী (সা.) এর জন্য চির স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতাহায় হার কারবালাকে বা’দ অর্থাৎ কারবালা ময়দানে আহলে বায়েতের সদস্যদের শাহাদাত বরণ প্রমান করে যে, প্রত্যেক বাতিল ও জালিম শক্তির পর আল্লাহর সাহায্যে সত্যের বিজয়ের মাধ্যমে আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা হয়ে থাকে, এটাই আশুরার শিক্ষা। অবশেষে পীর সাহেব এ দোয়া কবুলের আশুরার রাতে সকল মুমিন মু’মিনাত এবং রাসূল (সা.) এর কলিজার টুকরা হযরত হোসাইন ও আহলে বায়াতের পদমর্যাদা বৃদ্ধি এবং জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত করেন। মাদ্রাসায় যারা আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী ভর্তি হবে তাদের থাকা খাওয়া ফ্রি করে দিবেন ঘোষনা দিয়ে ০১৭৩২৩০২২৮৬ নাম্বারে যোগাযোগের পরামর্শ দেন। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জৈনপুরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ