Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক অঙ্গনে ইসলামের চর্চাকে প্রসারিত করতে হবে

মালয়েশিয়ান ওয়ার্কার্স পার্টির নতুন নাম আমানাহ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল ‘মালয়েশিয়ান ওয়ার্কার্স পার্টি’র নতুন নামকরণ করা হয়েছে। দলটির সব সদস্যের সম্মতিμমে নাম পরিবর্তন করে ‘পার্টি আমানাহ নেগারা’ (আমানাহ) রাখা হয়েছে। এখন থেকে এ নামেই তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে। দলটির নেতারা জানিয়েছেন,
তাদের দলের রাজনৈতিক আদর্শ হিসেবে তারা ইসলামকে বেছে নিয়েছেন এবং এর মাধ্যমে দলটি মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে ইসলামের চর্চাকে আরো প্রসারিত করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তারা নতুন নাম ধারণকে একটি নবদিগন্তের সূচনা বলে উল্লেখ করেন। দলটির অনেক নেতা জানিয়েছেন, এর ফলে মালয়েশিয়ার মুসলিম সমাজের গ্রহণযোগ্যতা এবং সম্মান পূর্বের তুলনায় অনেক বেশী বৃদ্ধি পাবে। দলটির প্রধান মোহাম্মদ সাবু বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলাম সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা পোষণ
করে আসছে। অন্যদিকে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যা ঐক্য, সহনশীলতা এবং শান্তি শিক্ষা দেয়। ‘আমাদের এই বিভিনড়ব বর্ণ, বিভিনড়ব সংস্কৃতি এবং বিভিনড়ব ধর্মের সমন্বয়ে গড়ে ওঠা এই দেশে প্রতিনিয়ত বর্ণবাদ এবং ধর্মীয় উগ্রতা বেড়ে চলেছে। আমাদের পূর্বের রাজনীতির আদর্শের সাথে বর্তমান দলের এর আদর্শে মূল পার্থক্য হলো আমরা এখন ইসলাম ধর্মের সমস্ত মূল্যবোধ জনগণের নিকটে পোঁছে দিতে চাই।’ নিউ স্ট্রাইটস টাইমস প্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ