মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই রাষ্ট্রের সমস্যা নিয়ে ইসরায়েলে সাথে আলোচনায় সমাধান না হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। গত শনিবার ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আইরিশ পররাষ্ট্র মন্ত্রী সাইমন কভেনেয়।
সংবাদ মধ্যম আইরিশ টাইম জানায়, কভেনেয় বলেছেন, “আমরা এখনই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আলোচনার নামে এভাবে হতাশা চলতে থাকলে সংগত কারনেই আমরা বাধ্য হব সিদ্ধান্ত পুনঃবিবেচনা করতে। এবং আমার মনে হয় ইউরোপের আরো অনেক দেশই একই সিদ্ধান্ত নেবে।
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আয়ারল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ।’
বর্তমানে রিয়াদ আল মালিকি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে আয়ারল্যান্ড সফরে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চেয়েছে স্পেন। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) যাতে স্বীকৃতি দেয় সেজন্য প্রচারণা চালানোর কথাও জানিয়েছিল দেশটি। সূত্রঃ ডয়েশ্চ ভ্যালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।