বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে প্রাইভেট কার, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। রোববার ভোরে পাঁচলাইশ থানার সামনে দ্যা কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- প্রাইভেট কারে থাকা মোঃ ফারদিন (১৮) ও অটোরিকশার চালক মোঃ হানিফ (৪০)। ফারদিন নগরীর নাসিরাবাদ বাটাগলির আবুল বশর মিলনের পুত্র। চালক হানিফ হালিশহরের ব্রিকফিল্ড এলাকার মোঃ মোস্তফার পুত্র।
পুলিশ জানায়, পাহাড়ের উপর অবস্থিত কমিউনিটি সেন্টার দ্যা কিং অব চিটাগাংয়ের খাড়া সড়ক বেয়ে মাইক্রোবাসটি নামছিল। উপরে উঠছিল প্রাইভেটকার। পাশে ছিল অটোরিকশা। মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গিয়ে উল্টে পড়ে অটোরিকশার উপর।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনই ভোরের দিকে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।