Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশ

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম | আপডেট : ৪:৫২ পিএম, ৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এশিয়া কাপের সুপার ফোরের প্রথম পর্বে শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলা দেখার জন্য প্রবাসী বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। প্রচন্ড গরম ও শত কর্মব্যস্ততা ঊপেক্ষা করে দেশটির বিভিন্ন প্রদেশের দূর-দুরান্ত থেকে স্টেডিয়ামে উপস্থিত হন হাজার হাজার বাংলাদেশী। প্রিয় দলের গর্বিত ক্রিকেট তারকাদের খেলা দেখার সুযোগ হাতছাড়া করেননি তারা। নানা আকৃতির টাইগারের প্রতিকৃতি, লাল-সবুজের পতাকা, নানা রকমের মুখোশ, রকমারি লেখা ব্যানার এবং বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে স্টেডিয়ামের গ্যালারীতে উপস্থিত হন তারা। এসময় ফেস্টুনে ছেয়ে গিয়েছিল পুরো স্টেডিয়াম। ২৫ হাজার দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বেশির ভাগই ছিল বাংলাদেশের সমর্থক। দুবাইয়ে গ্রæপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর ফলে লাল-সবুজের প্রবাসী ক্রিকেটপ্রেমীদের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। যে কারণে সুপার ফোরের প্রথম পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক সমাগম ঘটে স্টেডিয়ামে। খেলার শুরু থেকেই প্রিয় দলের প্রিয় তারকা ক্রিকেটারদের উৎসাহ যোগাতে দর্শকরা করতালি দিয়ে ‘টাইগার টাইগার’ ’বাংলাদেশ বাংলাদেশ’ শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো স্টেডিয়াম। এসময় লাল-সবুজ পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে থাকা স্টেডিয়ামের গ্যালারী যেন পরিণত হয় লাল-সবুজের অপরূপ ছোট্ট এক টুকরো বাংলাদেশে। যা অবাক করে দেয় গ্যালারীতে উপস্থিত আমিরাতের নাগরিকসহ অন্যান্য দেশের হাজার হাজার ক্রিকেটপ্রেমীকে। যদিও সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। বড় হার মেনে নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়। তবে এতে হতাশ হননি প্রবাসী বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরা। কারণ ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনাল খেলার আগে বাংলাদেশের সামনে সুপার ফোর পর্বের আরো দু’টি ম্যাচ রয়েছে। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ও ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। তাই প্রবাসী বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের মতে, ‘লক্ষ্য যদি থাকে অটুট, তবে হবেই হবে বিজয়’। দেশের সম্মান বয়ে আনবেন ক্রিকেট তারকারা। এমন প্রত্যাশার প্রহর গুনছেন এখন প্রবাসী বাংলাদেশী ক্রিকেট ভক্তরা।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ