মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একটানা তিন দিন ধরে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে কোচিতে গ্রেফতার করা হল কেরালার সন্ন্যাসিনী ধর্ষণে অভিযুক্ত বিশপ ফ্র্যাংকো মুলাক্কালকে। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে একাধিকবার কেরালার সন্ন্যাসিনীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বিশপের বিরুদ্ধে।
অভিযুক্ত ওই বিশপকে দ্রুত গ্রেফতারের দাবিতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছিলেন সন্ন্যাসিনীরা। বিগত ১৪ দিন ধরে তাঁরা লাগাতার বিক্ষোভ প্রদর্শন করছিলেন।সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় পঞ্জাবের জলন্ধরের রোমান ক্যাথলিক ডায়োসিসের বিশপ ফ্র্যাংকো মুলাক্কালকে গত বুধবার থেকে কোচির অপরাধ দমন শাখার দফতরে জেরা চলছিল। রোজ সাত ঘণ্টা করে তাঁকে জিগ্যাসাবাদ করা হয়। গত দু-দিনের মতো শুক্রবারও সকাল পৌনে ১১টার সময় তিনি হাজির হন পুলিশ দফতরে। এদিন জেরার পরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তদন্তকারী পুলিশকর্তারা।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন চিকিৎসার প্রয়োজনে এখন বিদেশে রয়েছেন। ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ইপি জয়ারাজন সংবাদমাধ্যমকে বলেন, তদন্ত ঠিকপথে এগোচ্ছে। রাজ্য সরকার সবসময় নিগৃহীতার পাশে রয়েছে। এর আগে বিকেলে তদন্তকারী দলের প্রধান কোট্টায়ম পুলিশ প্রধান হরি শংকর বলেন, ‘বিশপকে গ্রেফতারে আইনি পরামর্শ নেওয়া হয়েছে। আইজি বিজয় শাখরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। আর কারও অনুমতি লাগবে না।’ সূত্রঃ এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।