মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেশ কায়দা করে গোঁফ রেখেছেন ভারতের কেরালার নারী শায়জা; সোশাল মিডিয়ায় তাকে নিয়ে উপহাস করছেন অনেকে, কেউ কেউ আবার বাহবা দিচ্ছেন। তবে ৩৫ বছর বয়সী শায়জার দাবি, গোঁফ নিয়ে আনন্দ-বেদনার সব ধাপই তিনি পেরিয়ে এসেছেন। হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে লিখেছেন, “আমি আমার গোঁফকে ভালোবাসি।” বিবিসি লিখেছে, মুখের লোম নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া, তাতে এখন আর বিচলিত নন শায়জা। ফেইসবুকে যারা তার ছবি দেখেন, অথবা যাদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, তাদের অনেকেই প্রশ্ন করেন- কেন তিনি গোঁফ রেখেছেন। জবাবে শায়জা বলেন, “আমি শুধু বলতে পারি যে, আমি গোঁফ পছন্দ করি; ভীষণ পছন্দ করি।” ভারতের কেরালা রাজ্যের দক্ষিণের জেলা কন্নরের এই নারীর একটিই নাম, শায়জা। অনেক নারীর মত তার ঠোঁটের উপরও হালকা রোম ছিল বহু আগে থেকে। চোখের ভ্রু সুন্দর করে ছেঁটে রাখলেও ঠোঁটের উপরের রোমগুলোর ক্ষেত্রে তার প্রয়োজন কখনও অনুভব করেননি বলে তার ভাষ্য। বছর পাঁচেক আগে সেই পাতলা রোমগুলো ঘন হতে শুরু করে এবং এক পর্যায়ে দৃশ্যমান গোঁফের চেহারা পায়। ‘আনন্দিত’ শায়জা কামিয়ে না ফেলে সেই গোঁফ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। “আমি গোঁফ ছাড়া থাকার কথা এখন চিন্তাও করতে পারি না। যখন কোভিড মহামারী শুরু হল, মাস্ক পরতে আমার ভালো লাগত না, কারণ তাতে আমার গোঁফ ঢাকা পড়ে যেত।” বিবিসি লিখেছে, শায়জাকে যারা দেখেছেন, তাদের অনেকেই তাকে গোঁফ ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে তাদের কথায় কান দেননি তিনি। মোটামুটি সব সমাজেই নারীদের বোঝানো হয় যে তাদের মুখে যদি লোম থাকে, সেটা হবে অনাকাক্সিক্ষত। সেগুলো তাদের তুলে ফেলতে হবে, আর সেজন্য আছে ক্রিম, ওয়াস্ক স্ট্রিপ, রেজর আর এপিলেটরের মত পণ্য, যার ওপর ভিত্তি করে বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড়িয়ে গেছে। শায়জার কাছে গোঁফ রাখার মানে কোনো বার্তা দেওয়া নয়; এটা যেন এখন তার পরিচয়েরই অংশ। “আমি যা পছন্দ করি, তাই করি। আমার যদি দুটি জীবন থাকত, তাহলে হয়ত আমি একইভাবে বাঁচতাম।” ভারতীয় এই নারীর এমন মনোভাব তৈরি হওয়ার ক্ষেত্রে বহু বছর ধরে তার কিছু স্বাস্থ্য জটিলতার সঙ্গে লড়াই করার একটি যোগ রয়েছে। গত এক দশকে ছয় দফা অস্ত্রোপচার করাতে হয়েছে শায়জাকে। এর মধ্যে স্তন থেকে একটি লাম্প অপসারণ করতে হয়েছে, আরেকটি অস্ত্রোপচারে ডিম্বাশয়ের সিস্ট অপসারণ করতে হয়েছে। পাঁচ বছর আগে তার শেষ অস্ত্রোপচার ছিল জরায়ু অপসারণের জন্য। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।