Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রীর নির্যাতন মামলায় স্বামীর জেল

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

স্ত্রী নির্যাতনের মামলায় এবিএম সাদিকুর রহমান সোহেল নামে জাতিসংঘের মানবাধিকার বিভাগের এক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। তিনি জাতিসংঘ মানবাধিকার রিফিউজি হাইকমিশনের সহযোগি ওয়াস অফিসার হিসেবে চাকরি করেন।
রাজশাহীর বাগমারা উপজেলায় তার বাড়ি। স্ত্রীর দায়ের করা মামলায় রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এ আত্মসমর্পণ করেন এবিএম সাদিকুর রহমান সোহেল। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন।
বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। বিকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। মামলার আইনজীবী সরকার হাসিবুল আলম জানান, গত রোজার ঈদের দিন আসামি যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করেন। এ নিয়ে তার স্ত্রী বাগমারা থানায় মামলা করেন। এই মামলায় আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছিলেন। পরে নির্ধারিত হাজিরার দিনে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান।
হাসিবুল আলম বলেন, সোহেলের অতীতের রেকর্ড খারাপ। অতীতে তিনি অনেকবার স্ত্রীকে নির্যাতন করেছেন। তিনি বড় মানবাধিবার সংস্থায় কাজ করলেও নিজের পরিবারের কাছেই মানবাধিকার লঙ্ঘন করেছেন। বিভিন্ন অপকর্মের সঙ্গে তিনি জড়িত। বিভিন্ন নারীর সঙ্গেও তার সম্পর্ক। এসব অভিযোগ মামলার এজাহারে রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের নুর হোসেনের মেয়ে সানজিদা মুনমুন লিপির সঙ্গে বাগমারার ভবানীগঞ্জের মজিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান সোহেলের সঙ্গে বিয়ে হয়। ২০১৩ সালে সোহেল জাতিসংঘ মানবাধিকার রিফিউজি হাইকমিশনে সহযোগি ওয়াস অফিসার হিসেবে যোগ দেন। এরই মধ্যে সানজিদা একটি ছেলে সন্তানেরও জন্ম দেন। কিন্তু সোহেল যৌতুকের দাবিতে তার স্ত্রীকে নির্যাতন করেন।
মামলার বাদী সানজিদা মুনমুন লিপি জানান, জাতিসংঘে চাকরি পেয়ে তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন। জড়িয়ে পড়েন পরকীয়ায়। একইসঙ্গে প্লট ও গাড়ি কেনার জন্য তার কাছে যৌতুক দাবি করে নির্যাতন বাড়াতে থাকেন। গত ১৬ জুন ঈদুল ফিতরের দিন সোহেল তাকে ব্যাপক নির্যাতন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ