গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে। বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী জোতির্ময় বড়–য়া ও তানিম হোসাইন। এর আগে গত ১১ই সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা আদালতে তাঁর জামিন নামঞ্জুর হয়।
এর পর ১৭ই সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে ফের আবেদন করেন তিনি। শহিদুল আলমের আইনজীবী তানিম হোসেইন বলেন, জামিন আবেদনের বিষয়টি কার্যতালিকা না আসার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আদালত বলেন, আগামী রোববার থেকে আবেদনটি কার্যতালিকায় থাকবে।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের উসকানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে উঠে তার বিরুদ্ধে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।