Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ছাত্রীরা মধ্যরাতে পানি সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাত দশ টার দিকে হল গেটের সামনে বিক্ষোভ ও অবরোধ শুরু করে তারা। দেড় ঘণ্টা পর হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, মঙ্গলবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা পানি সংকট সমাধানের দাবিতে হলের গেটে বেরিয়ে পড়ে। গেটের সামনের অবরোধ শুরু করে তারা। এসময় শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করেন। ঘটনাস্থলে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান গিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়। রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীদের সাথে বাক বিতন্ডা শুরু হয়। পরে প্রভোস্ট আগামী ২ দিনের মধ্যে পানি সংকট নিরাসনের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ চার দিন ধরে হলের উত্তর ব্লকে তীব্র পানি সংকট। বিষয়টি একাধিক বার হল প্রশাসনকে জানানোর পরও কোন সমাধান হচ্ছে না। ফলে, দক্ষিণ ব্লকে বাথরুম, গোসলসহ সংশ্লিষ্ট যাবতীয় কাজ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত পানি পাচ্ছি না। বাধ্য হয়ে হল থেকে বের হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পানি সংকটের স্থায়ী সমাধান চাই।’

শেখ হাসিনা হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান বলেন,‘আগামীকাল (আজ বুধবার) সকাল থেকে কাজ শুরু হবে। আশা করছি, বৃহস্পতিবার মধ্যেই পানি সংকটের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ