Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ার হামলায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫ রুশ সৈন্য নিহত

ইসরাইলকে সমুচিত জবাব দেবে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

রাশিয়া বলছে, সিরিয়ার সরকারি বাহিনী ভুলবশত তাদের সামরিক বিমানটিকে ভূপাতিত করেছে। কিন্তু এই ঘটনার জন্যে তারা পুরোপুরি দায়ী করছে ইসরাইলকে। বিমানটি বিধ্বস্ত হলে ১৫ জন রুশ সৈন্য নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসরাইলী বিমান থেকে সিরিয়ায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছিল। মস্কো বলছে, এই আচরণ শত্রুতামূলক এবং এর মাধ্যমে উস্কানি দেওয়া হয়েছে। এর পরপরই রাশিয়ার পক্ষ থেকে ইসরাইলকে সতর্ক করে দেওয়া হয়েছে। রাশিয়ার এই অভিযোগের জবাবে ইসরাইলের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরাইলী যুদ্ধ বিমানগুলো ইচ্ছে করেই রাশিয়ার ইলিউশিন-আইএল-টুয়েন্টি বিমানটিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। ইসরাইলী বিমানগুলো যে সিরিয়ার টার্গেটের ওপর হামলা চালাচ্ছিল, সেটির ব্যাপারে তারা রুশদের আগাম সতর্কতা দিয়েছিল মাত্র এক মিনিট আগে, যখন আর কিছু করার সময় ছিল না। গত সোমবার সিরিয়ার স্থানীয় সময় রাত এগারোটায় রুশ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
ঠিক কী ঘটেছিল?
ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যাচ্ছে না। রাশিয়া এই ঘটনার যে বিবরণ দিচ্ছে, সেটি এখনো যাচাই করে দেখা সম্ভব হয়নি। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লাটাকিয়ায় রাশিয়ার যে বিমান ঘাঁটি আছে, এই ইলিউশিন-আইএল-টুয়েন্টি বিমানটি সেখানে ফিরে যাচ্ছিল। সিরিয়ার উপকুল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিমানটি হামলার মুখে পড়ে।
রাশিয়ার তাস বার্তা সংস্থা বলছে, ইসরাইলের এফ-সিক্সটিন যুদ্ধবিমানগুলো যখন লাটাকিয়ার ওপর হামলা চালাচ্ছিল তখন রাশিয়ার আইএল-টুয়েন্টি বিমানটি অদৃশ্য হয়ে যায়। সিরিয়ার সরকারী গণমাধ্যমেও একই ধরনের খবর দেয়া হচ্ছে। সানা বার্তা সংস্থার খবর অনুযায়ী, খোলা সাগরের দিক থেকে লাটাকিয়া লক্ষ্য করে শত্রুপক্ষ ক্ষেপণাস্ত্র ছুঁড়ছিল। সিরিয়া এর পাল্টা জবাব দেয় বলেও এতে উল্লেখ করা হয়।
ইসরাইলী সামরিক বাহিনী অবশ্য এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া বলছে, তাদের বিমানটিকে ইসরাইল ‘দায়িত্বজ্ঞানহীন কাজের’ মাধ্যমে বিপদে ফেলেছে। তারা হামলার মাত্র এক মিনিট আগে সেই তথ্য রুশদের জানিয়েছিল। কিন্তু রুশ গোয়েন্দা বিমানটিকে ক্ষেপণাস্ত্র হামলার পথ থেকে সরিয়ে নেয়ার জন্য সেই সময় যথেষ্ট ছিল না।
‘ইসরাইলী বিমানগুলো ইচ্ছে করে ঐ অঞ্চলে থাকা বিমানগুলোর জন্য একটি বিপদজনক পরিস্থিতি তৈরি করেছিল’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি অভিযোগ করেন যে, ইসরাইলী পাইলটরা রাশিয়ার বিমানটিকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করছিল। তারা রুশ বিমানটিকে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ‘লাইন অব ফায়ারে’ ঠেলে দিয়েছিল।
সিরিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই শেষ পর্যন্ত রুশ বিমানটি ভূপাতিত হয় বলে তিনি জানান। তিনি বলেন, ‘ইসরাইলি সামরিক বাহিনীর দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ১৫ জন রুশ সেনাকে প্রাণ হারাতে হলো’।
রাশিয়ার বলেছে, এর একটা যথাযথ জবাব তারা দেবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ইসরাইলী রাষ্ট্রদূতকে তলব করেছে। সূত্র : বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ