Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরিতে প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থা রাখার দাবি

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

সরকারি চাকরিতে ৯ম থেকে ১৩তম গ্রেডে কোনো কোটা না রাখার সুপারিশ করায় প্রতিবন্ধীদের জন্য এটা অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রসমাজ সংবাদ সম্মেলন করেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমতির কার্যালয়ে লিখিত বক্তব্যে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যখন সকল ধরনের কোটা বাতিলের কথা বলেছিলেন সেই সময় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ ব্যবস্থার কথা বলেছিলেন। কিন্তু বর্তমানে সেই বিশেষ ব্যবস্থার কোন সুস্পষ্ট রূপরেখা নেই। সেই কারণে আমরা প্রতিবন্ধী ছাত্রসমাজ আজ হতাশ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৩৫ থেকে ৩৮ তম বিসিএস এ প্রতিবন্ধীদের জন্য ১% কোটা থাকলেও প্রতিবন্ধী ছাত্রসমাজ তা পাচ্ছে না। প্রিলিমিনারি থেকে শুরু করে লিখিত পরিক্ষায় পাস করলেও একজনকেও ১ম শ্রেণির ক্যাডারে নেওয়া হচ্ছে না । তাদেরকে নন ক্যাডারে চাকরি দেওয়া হয়। এছাড়াও ৩য় ও ৪র্থ শ্রেণী চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ও এতিমদের জন্য ১০% কোটা রাখা হয়েছে। সেখানে প্রতিবন্ধী ও এতিমদের জন্য আলাদা করে কিছু বলা হয়নি।
এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে তারা আরো বলেন, সরকারি চাকরিতে আমাদের জন্য কী ধরনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোন বক্তব্য না আসে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে তাহলে আগামী রোববার থেকে মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকরি

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ