বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় দুই বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে অনুমোদনকৃত এই কমিটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
অনুমোদনকৃত এই কমিটিতে ড.আনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট আনিসুর রহমান খানসহ ২১ জনকে উপদেষ্টা রাখা হয়েছে। এক নম্বর সদস্য করা হয়েছে জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানকে।
এছাড়া দলীয় ৭ সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, অধ্যাপক ডা. এম.আমান উল্লাহ, শরীফ আহমেদ, ফাহমি গোলন্দাজ বাবেল, আনোয়ারুল আবেদিন খান তুহিন, জুয়েল আরেং, ফাতেমা তুজ জোহরা রাণীকে সদস্য রাখা হয়েছে।
এই কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়া। আর সহ-সভাপতি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, অ্যাডভোকেট বদর আহমেদ, এফবিসিসিআইয়ের টানা তিনবারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
আলোচিত এই কমিটিতে গৌরীপুর উপজেলা থেকেই একাধিক মুখ স্থান পেয়েছেন। নাজিম উদ্দিন আহমেদ এমপি ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ড.সামিউল আলম লিটন, শরীফ হাসান অনু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এ.কে.এম.আব্দুর রফিক, সদস্য হিসেবে রয়েছেন নাজনীন আলম।
প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বর্ষীয়াণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।