মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাওসে নিহত ৫৫
ইনকিলাব ডেস্ক : লাওসে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বয়ে যাওয়ায় ৫৫ জনের প্রাণহানি এবং দুই হাজারেরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এতে এখনও এক শ’ লোক নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির মন্ত্রিপরিষদ, মেয়র ও প্রাদেশিক সরকারের বৈঠকে এই তথ্য তুলে ধরা হয়। এএফপি।
৭ বেসামরিক নিহত
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এক কর্মকর্তা ও বিদ্রোহী গোষ্ঠীর বরাত দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। রয়টার্স।
টাইফুনের তাণ্ডব
ইনকিলাব ডেস্ক : সুপার টাইফুন মাংখুট ফিলিপিন্সের উত্তরাঞ্চলে তাণ্ডব চালানোর পর হংকং ও প্রতিবেশী ম্যাকাওয়ের মাঝ দিয়ে এগিয়ে চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। এ ঝড়ে চীনের গুয়াংডং প্রদেশে ৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। টাইফুনের পূর্বাভাসের পর রোববার চীনের গুয়াংডং প্রদেশ ও হাইনান দ্বীপ থেকে প্রায় ২৫ লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছিল। রয়টার্স।
ধর্ষণ চেষ্টার অভিযোগ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক সুপ্রিম কোর্টে মনোনীত বিচারক ব্রেট কাভানফের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক নারী। ক্রিস্টাইন ব্লসি ফোর্ড নামের ওই নারী জানান, ব্রেট কাভানফ তাকে জোর করে বিছানায় নিয়ে যান এবং তাকে ধর্ষণের উদ্দেশ্যে নগ্ন করার চেষ্টা করেন। তবে অনেক চেষ্টার পর মুক্তি পেতে সক্ষম হন। তারা দুইজনই টিনএজে থাকতে এ ঘটনা ঘটে। ওয়াশিংটন পোস্ট।
২ ফিলিস্তিনি নিহত
ইনকিলাব ডেস্ক : গাজা সীমান্তে ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের দুই নাগরিক নিহত হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সোমবার বেলা ১১টায় ওই হামলা চালানো হয়েছে। লাশ দু’টি গাজার দক্ষিণাঞ্চলীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। তবে তিনি নিহতদের পরিচয় জানাননি। এএফপি।
৩৭০ আরোহী
ইনকিলাব ডেস্ক : যাত্রী এবং কর্মী মিলিয়ে বিমানে ছিলেন ৩৭০ জন। জ্বালানি অত্যন্ত কম। নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির বেশিরভাগ যন্ত্র। তার উপর আবহাওয়া এতোটাই খারাপ যে রানওয়ে দেখা যাচ্ছিল না। এই অবস্থায় সম্পূর্ণ নিজস্ব দক্ষতায় এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে অন্য বিমানবন্দরে নিরাপদে বিমান নামিয়েছিলেন পাইলট। ঘটনাটি ঘটেছিল গত ১১ তারিখ নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এআই-১০১ ফ্লাইটে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।