Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কলকাতার মার্কেটের আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের কলকাতার বাগরি মার্কেটে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা। ৩০ ঘণ্টা ধরে এই আগুন জ্বলছে। গত রোব
বার এক অগ্নিকান্ডে মার্কেটের ৪০০টিরও বেশি দোকান পুড়ে যায়। সারারাত ধরে চলে অগ্নি নির্বাপণ অভিযান।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দমকল বাহিনীর ৩৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু এলাকাটি সরু ও জনাকীর্ণ হওয়ায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। ৩৬ ঘণ্টা কেটে গেলেও আগুন না নেভায় স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে দমকলকর্মীদের।
পুলিশের এক কর্মকর্তা জানান, ‘সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও, আগুন সম্পূর্ণ নেভানোর জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।’
আর দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘সম্পূর্ণ আগুন নেভানোর জন্য আরো বেশ কয়েকঘন্টা সময় লাগবে। পুরো ভবনটাই আগুনের কবলে চলে গিয়েছে। ওই ভবনের ভিতরে অবস্থিত দোকানগুলিতে ভর্তি রাসায়নিক বস্তু ছিল। তা থেকেই ছড়িয়ে গিয়েছে আগুন। তার ফলেই নেভাতে এত সময় লাগছে। বেশিরভাগ দোকানেই তালা দেওয়া ছিল বলে আমাদের ঠিক জায়গায় পৌঁছতেও সময় লেগেছে অনেকটা।’
বাগরি মার্কেটে মোট ৮টি বøক। ওষুধ,সামগ্রী,পারফিউম-গয়নাসহ বিভিন্ন রকম দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল ধরে যায়। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ