Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী বছর বড়দিনে ‘দাবাঙ থ্রি’ মুক্তি পাবে!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সালমান খান সাধারণত ঈদে তার ফিল।ম মুক্তি দিয়ে থাকেন। এটাই নিয়মে পরিণত হয়েছে। কিন্তু ‘দাবাঙ থ্রি’র বেলায় এই নীতির ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। সালমান আর সোনাক্ষি সিনহা সোশাল মিডিয়াতে ঘোষণা দিয়েছেন এটি ২০১৯সালের বড়দিনে মুক্তি পাবে বলে স্থির হয়েছে। অবশ্য এটাও ঠিক যো সিরিজের প্রথম ফিল্মটি সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল। ছয় বছর আগে ‘দাবাঙ টু’ মুক্তি পেয়েছিল বড়দিনে। আরও জানা গেছে অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকার নতুন ফিল্মটিতে সোনাক্ষি রূপায়িত রাজ্জো চরিত্রের বাবার ভূমিকায় ফিরবেন। এছাড়া সাজিদ-ওয়াজিদ ফিরবেন সঙ্গীত পরিচালক হিসেবে। আগেই ঘোষণা দেয়া হয়েছে প্রভু দেবা ‘দাবাঙ থ্রি’ পরিচালনা করবেন। সূত্র জানিয়েছিল বছরের শেষে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। স¤প্রতি জানা গেছে সামনের নভেম্বরেই এই কাজ শুরু হবে। সালমান এই সময় আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ চলচ্চিত্রের কাজে ব্যস্ত থাকবেন। তবে তিনি পাশাপাশি এই ফিল্মটির কাজও চালিয়ে যাবেন। আশা করা হচ্ছে মার্চ নাগাদ সালমান চুলবুল পান্ডের ভূমিকায় অভিনয় শেষ করে আনবেন। তারপর তিনি তার অন্য ফিল্মের কাজ শেষ করবেন। আরবাজ খান প্রডাকশন্স প্রযোজিত ‘দাবাঙ থ্রি’ চলমান কাহিনী থেকে একটু ব্যতিক্রম হবে। জানা গেছে এতে দেখান হবে পুলিশ অফিসার চুলবুল পান্ডের কীভাবে রবিনহুড পান্ডের পরিণত হল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ