Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চৌমুহনীতে এমপি ও মেয়র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত ২৫

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৭:১৪ পিএম

বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বানিজ্য নগরী চৌমুহনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র স্থানীয় এমপি ও মেয়র গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের /২০২৫জন আহত হয়। এমপি মামুনুর রশিদ কিরন গ্রুপ চৌমুহনী পাবলিক হলে প্রতিবাদ সভার আয়োজন করলে মেয়র আক্তার হোসেন ফয়সল গ্রুপ সভাস্থলে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ পূরো চৌমুহনী বাজার ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ মারাত্মক অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরন ঘটায় । এসময় চৌমুহনী কাচারীবাড়ি, বড়পূল, মোরশেদ প্লাজাসহ পূরো চৌমুহনী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে যানবাহন চলাচল বন্ধ ছিল । এ রিপোর্ট লিখা পর্যন্ত উভয় বিভিন্ন স্থানে অবস্থান করছে। উক্ত ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ