Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাদলের ওপর হামলা প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৪৮ঘন্টা হরতাল ঘোষণা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১:১৬ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ঘন্টা হরতাল ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে ফেসবুক লাইভে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও কাদের মির্জার ভাগ্নে মাহবুবুর রহমান মঞ্জু। এ সময় তিনি সর্বাতœক হরতাল পালনে নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানান।

মঞ্জু বলেন, মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ঘন্টা হরতাল কর্মসূচী পালন করা হবে। উল্লেখ্য, আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে মিজানুর রহামন বাদলের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষের লোকজন। মেয়র আবদুল কদের মির্জার সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করা হয়। এসময় বাদলের গাড়ি ভাঙচুর করা হয়।
আহত বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ