Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বখাটের বাসা থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৫ এএম

হাটহাজারীতে মাদকাসক্ত বখাটের বাসা থেকে তাছনিম সুলতানা তুহিন (১৩) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে হাটহাজারী পৌর এলাকার শাহজালাল পাড়ায় সালাম ম্যানশনের চতুর্থ তলায় ডাঃ শাহজাহান সিরাজের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনায় ডাঃ সিরাজের বখাটে ছেলে শাহনেওয়াজ মুন্নাকে (২২) পুলিশ আটক করেছে। পুলিশের ধারণা মুন্না তুহিনকে হত্যা করে ঘরের সোফার নিচে লুকিয়ে রাখে।


তুহিন একই ভবনের আবু তৈয়বের কন্যা ও হাটহাজারী গালর্স হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। পিতা-মাতা হজ্ব পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। ঘাতক মুন্নার বাড়ি হাটহাজারী পৌরসভার আলমপুর।

জানা গেছে, সালাম ম্যানশন নামের নিজ ভবনের নিচ তলা থেকে গত শুক্রবার সন্ধ্যায় তাছনিম সুলতানা তুহিন নিখোঁজ হয়। অপহরণ হয়েছে এমনটা সন্দেহ করে তুহিনের পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি রুজু করা হয়। শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট শিক্ষক তুহিনকে পড়াতে আসেন। এসময় ভবনের নিচ তলা থেকে ২য় তলায় পড়তে যাওয়ার কথা থাকলেও তুহিন পড়তে যায়নি। পরে অনেক খোঁজাখুজি করে তাকে আর পাওয়া যায়নি।

অবশেষে মাদকাসক্ত ঘাতক মুন্নার বাসায় মিলে হতভাগা স্কুল ছাত্রীটির লাশ। তালাবদ্ধ বাসার পাশের লোকজন দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘরে ঢুলে সোফার নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বখাটের

৬ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ