Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইটেক পার্কে বিনিয়োগে করবে জাপান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৬ এএম

জাপান-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি বিজেআইটি দেশে কাজ করে করছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশে উভয় দেশের একত্রে কাজ করার সুযোগ আরও প্রসারিত হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের হাই-টেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান।
গত শনিবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক সভায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি প্রতিনিধি এ তথ্য জানান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া তিনি বাংলাদেশের হাইটেক ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। জাপানি কোম্পানিগুলো এ সুযোগ কাজে লাগাতে পারে। ইতোমধ্যে কালিয়াকৈরে উৎপাদিত পণ্য বিদেশে রফতনি শুরু হয়েছে। শিগগিরই সেখানে একটি শ্রীলঙ্কান কোম্পানি ল্যাপটপ সমাবেশ শুরু করবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ শুধু জাপানের সাথে ব্যবসায়ই নয় বরং জাপানের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাকে আরও দৃঢ় করতে চায়। প্রতিমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ আইসিটি ডেভেলপমেন্ট সেন্টার’ চালু করারও প্রস্তাব দেন এবং এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে জাপানের সাথে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, দুই দেশের আলোচনা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে ফোকাল পয়েন্ট থাকা জরুরি, যারা উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করবে।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনিয়োগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ