Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ক্লাস-পরীক্ষার দাবিতে বিভাগের ফটকে শিক্ষার্থীদের তালা

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩:১১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগে প্রায় দুই সপ্তাহ ধরে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তাই ক্লাস-পরীক্ষার দাবিতে বিভাগের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিভাগটির শিক্ষার্থীরা।
রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিভাগের ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এতে ফটকের ভেতরে আটকা পড়েন বিভাগটির শিক্ষকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রোববার দুপুর ২টা) আন্দোলন চলছিল।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ঈদের পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। অথচ দুই সপ্তাহ হলো আমাদের বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ। শিক্ষকদের নিজেদের দ্বন্দ্বের কারণে আমরা কেন ক্ষতিগ্রস্ত হবো? শিক্ষকরা যেভাবে পারুক তাদের সমস্যার সমাধান করুক। তবে আমাদের ক্লাস-পরীক্ষা নিতে হবে। শিক্ষকরা আমাদের সামনে ক্লাস-পরীক্ষা নেওয়ার ঘোষণা না দিলে আমরা আন্দোলন স্থগিত করবো না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ