Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংক পরিবারের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্র্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। মার্কেন্টাইল ব্যাংকের এই বৃত্তি প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দেয়া হয়। এছাড়াও ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিষ্ট (সিডিসিএস) ও ৭ জন কর্মকর্তাকে সার্টিফাইড এন্টি-মানি লন্ড্রারিং স্পেশালিষ্ট (সিএএমএস) সার্টিফিকেট অর্জনে সাফল্যের জন্য নগদ অর্থ পুরস্কার ও অ্যাপ্রিসিয়েশন লেটার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাযথ অধ্যয়ন ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় প্রস্তুত হতে আহŸান জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জিডবিøউএম মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক

৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ