Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরুষ সুরক্ষায় আইন চায় ভারতীয় সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, যেহেতু সংসদ স্ত্রীদের সুরক্ষায় আইন পাস করেছে, সেহেতু ওই আইনের অপব্যবহার থেকে স্বামীদের সুরক্ষা দিতে সংসদকেই যথাযথ আইন পাস করতে হবে। আদালত একই সঙ্গে নারীদের করা মামলায় অতি উৎসাহী পুলিশের ক্ষমতা খর্ব করেছে। এখন থেকে স্বামীদের বিরুদ্ধে দায়ের করা স্ত্রীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি অভিযান চালানোর আগে পুলিশকে মূল্যায়ন কমিটির অনুমতি নিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্টের ওই বেঞ্চের সদস্য ছিলেন ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি এএম খানউইকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। যৌতুকের দাবিতে ঘটা পারিবারিক সহিংসতার ঘটনা প্রতিরোধ করতে ভারতের সংসদ ১৯৮৩ সালে ৪৯৮এ পাস করে। ওই ধারায় পারিবারিক সহিংসতার ঘটনার অভিযোগ জামিনযোগ্য নয়। ভারতীয় সুপ্রিম কোর্ট মনে করে, সাক্ষী-প্রমাণের ভিত্তিতেই আদালতের নির্ধারণ করা উচিত যে সংশ্লিষ্ট অভিযুক্তকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো উচিত কি না। পারিবারিক সহিংসতাবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার ৪৯৮এ ‘খুবই স্পর্শকাতর’ এবং এর ওপর ভিত্তি করে পুলিশের অতি আগ্রহী কর্মকাÐের কারণে সামাজিক বিপর্যয় দেখা দিতে পারে। পারিবারিক নির্যাতন প্রতিরোধে যেহেতু সংসদই আইন পাস করেছে সেহেতু সংসদকেই ওই আইনের অপব্যবহার থেকে পুরুষদের সুরক্ষা দিতে আইন পাস করতে হবে। টাইমস অফ ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরুষ

২৯ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ