Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাম বন্ধ করে দিয়েছে ইসরাইল আটক হচ্ছে ফিলিস্তিনিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে বেদুইনদের গ্রাম খান আল আহমার ঘিরে ফেলে চারদিক থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গ্রাম অভিমুখে যাওয়া সব কয়েকটি রাস্তা। সেখান থেকে ফিলিস্তিনিদের আটক করা হচ্ছে বলেও জানিয়েছে মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর। অনুমতি ছাড়াই নির্মিত হয়েছেÑ এমন দাবি করে গত সপ্তাহে গ্রামটি খালি করার নির্দেশ দেয় ইসরাইলের উচ্চ আদালত। গ্রামটি নিশ্চিহ্ন করে ইসরাইলি বসতি স¤প্রসারণের পরিকল্পনা রয়েছে। গ্রামটি নিশ্চিহ্ন করা হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হয়ে পড়বে। একারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ আন্তর্জাতিক স¤প্রদায় এর নিন্দা জানিয়ে আসছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গ্রামের চারপাশ জুড়ে ইসরাইলি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় প্রবেশ করেছে সামরিক বুলডোজার। সেখানে অ্যাকটিভিস্টদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বুলডোজার দিয়ে গ্রামের প্রবেশ পথ বন্ধ করে রেখে দিয়ে ইসরাইলি সেনারা গ্রামটি ধ্বংস শুরু করেছে। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করায় গ্রামটির অনেক বাসিন্দা আহত হয়েছে। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ ওয়েবসাইটটির দাবি, গ্রামটি থেকে তিন ফিলিস্তিনি ও এক বিদেশি অ্যাকটিভিস্টকে আটক করা হয়েছে। তারা হলেন, ফিলিস্তিনি নাগরিক ইব্রাহিম হুসেইন আবু দাহুক, সুলাইমান ইদ হাতালিন, ওমন আবদুল্লাহ ও ফরাসি নাগরিক ফ্রাঙ্ক রোমানো। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ