মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রিয়া ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের উচিত সাগর থেকে উদ্ধারকৃত অভিবাসী হতে ইচ্ছুক আশ্রয়প্রার্থীদের ততদিন জাহাজেই রাখা, যতদিন তাদের আশ্রয়ের আবেদনের তদন্ত সম্পন্ন না হয়। মূলত অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার প্রস্তাবটি উত্থাপন করেছেন। আর এতে সম্মতি দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগে একবার ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত আশ্রয়প্রার্থীদের ইতালির বন্দরে নামতে দিতে না চাওয়ার প্রেক্ষিতে ইতালির উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ও চরম ডানপন্থী দল লিগার প্রধান মাত্তেও সালভিনির বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে সে দেশের একটি আদালত। ইতালি অনেকদিন ধরেই শরণার্থীদের নিয়ে আলোচনায় রয়েছে। ভূমধ্যসাগরের এক পাড়ে ইতালি ও অপর পাড়ে লিবিয়াসহ অন্যান্য আফ্রিকান দেশ। সেখান থেকে ইউরোপে অভিবাসী হতে ইচ্ছুক ব্যক্তিরা সাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে উঠছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করেন, যেসব জাহাজ সাগর থেকে ওই সব আশ্রয়প্রার্থীদের উদ্ধার করে নিয়ে আসে, তাদের বিচার হওয়া দরকার। তিনি ইউরোপের অন্যান্য দেশের সমালোচনাও করেছেন আশ্রয়প্রার্থীদের বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে না দেওয়ার অভিযোগে। ইতালি ও অস্ট্রিয়ার চরম ডানপন্থী দলগুলো বহু আগে থেকেই দাবি জানিয়ে আসছিল এমন একটি ব্যবস্থা কার্যকরের যাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের আফ্রিকাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর যেন তাদের অভিবাসনের অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট দেশ আবেদন বাছাইয়ের কাজ করার সুযোগ পায়। শুক্রবার অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট কিক এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সিলভিও মাততের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন এ বলেছেন, ‘যাদেরকে ইউরোপীয় জলসীমা থেকে উদ্ধারকারী জাহাজ উঠিয়ে নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ড চেক করার আগ পর্যন্ত তাদেরকে জাহাজেই রাখা উচিত।’ ইতালির মতো অস্ট্রিয়াতেও অভিবাসী সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত নির্বাচনের প্রধান আলোচ্য বিষয়ই অভিবাসী। অস্ট্রিয়া অবশ্য তার মোট জনসংখ্যা এক শতাংশেরও বেশি আশ্রয়প্রার্থীকে ইতোমধ্যেই অভিবাসী হিসেবে গ্রহণ করেছে। কিক যে আশ্রয়প্রার্থীদের জাহাজেই রাখার প্রস্তাব দিয়েছেন তা প্রকৃতপক্ষে অপর একটি প্রস্তাবের বিকল্প হিসেবে উত্থাপন করেছেন তিনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।