Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চকরিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় সার্জেন্ট ক্লোজড, তদন্ত কমিটি গঠন

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪৬ এএম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং ও বরইতলী এলাকায় ২৪ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত ও ১৩জন আহতের ঘটনায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট) নুরে আলমকে ক্লোজড করা হয়েছে।
পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।
পরপর দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় হাইওয়ে পুলিশের এডিশনাল এএসপি রহমত উল্লাহ, এএসপি মোহাম্মদ ফরহাদ, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক আলমগীর হোসেনসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করে
জানান এএসপি মোহাম্মদ ফরহাদ।
তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসিকে ক্লোজড করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে চকরিয়ার বরইতলী নতুর রাস্তার মাথায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৮ জন আহত হন।
পরদিন বুধবার ১১টার দিকে আধাকিলোমিটার ব্যবধানে হারবাং ইনানী এলাকায় কাভার্ডভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৫ জন আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ