বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে শ্লীলতাহানীর কথিত অভিযোগে সবজি ব্যবসায়ী শাহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মিলন (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের নুহাশ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে।
প্রসঙ্গত, উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের দুই সন্তানের জনক সবজি ব্যবসায়ী শাহিনের ঘরে ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে প্রতিবেশী ছয় বছরের এক শিশু কন্যার শ্লীলতাহানীর চেষ্টা চালায় সে। এমন কথিত অভিযোগে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার পর বিচারের কথা বলে শাহিনকে বাড়ি থেকে মাঝালিয়া স্কুল মাঠে ডেকে নিয়ে যায় একই গ্রামের সুমন, অয়ন ও এজাজ। সেখানে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবজি ব্যবসায়ী শাহিন হত্যা একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান।
গ্রেপ্তারকৃত মিলন মামলার ১৩ নম্বর আসামী বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নাছিম নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।