মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরায়েলের প্রতি ফিলিস্তিনি বেদুইনদের গ্রাম ধ্বংস না করতে আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ডায়াননি ফেইনস্টেইন। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি ফিলিস্তিনি গ্রাম খান আল আহমার ধ্বংসের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান।
তিনি লেখেন, এই সম্প্রদায়ের বসত বাড়ি ধ্বংসের একমাত্র কারণ কাছের ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও পশ্চিম তীরকে দুই বাগে ভাগ করা। তিনি লিখেছেন, সম্ভাব্য শান্তি নির্ভর করছে খান আল আহমারের সঙ্গে কি ঘটছে তার ওপর।
গত বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ফিলিস্তিনি বেদুইনদের গ্রাম খান আল আহমারে অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। অভিযানে গ্রামটির পাঁচটি তাঁবু গুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের একটি ক্যাম্প খালি করে দেওয়া হয়। খান আল আহমার গ্রামটি জেরুজালেমের বড় দুই অবৈধ বসতি মালে আদুমিম ও কাফফার আদুমিম এর কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওই দুটি বসতিই সম্প্রসারণ করতে চাইছে ইসরায়েল সরকার। অনুমতি ছাড়া নির্মাণ হয়েছে দাবি করে গত ৬ সেপ্টেম্বর এক সপ্তাহের মধ্যে গ্রামটি খালি করে ফেলার নির্দেশ দেয় ইসরায়েলের আদালত।
গ্রামটি ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীর দুইভাগে ভাগ করে ফেলতে সক্ষম হবে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার গ্রুপ ও ফিলিস্তিনি নাগরিকেরা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।