Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিব খুবই অন্যদেশপ্রেমী-নিপুণ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম | আপডেট : ১২:১০ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

গত বছরের জুলাই মাসে শাকিব খানের এক বক্তব্যের জবাব দিতে গিয়ের শাকিবের শিক্ষাগত যোগ্যতা, তার নানা কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন চিত্রনায়িকা নিপুণ। শিল্পীদের সম্মান দিয়ে কথা বলার জন্য শাকিবকে পরামর্শ দিয়েছিলেন তিনি। আবারও তিনি শাকিবের সমালোচনা করলেন। শাকিবকে অন্য দেশের প্রেমিক বলেছেন এই নায়িকা। সম্প্রতি নিপুণ জানান, শাকিবের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করতে চান না তিনি। কারণ হিসেবে বলেছেন, শাকিব অন্য দেশপ্রেমী, তার সাথে আর অভিনয় করব না। 'এবং পূর্ণিমা' নামের আরটিভির একটি টিভি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, 'শাকিব খানের সঙ্গে এখন যদি কাজের প্রস্তাব আসে করবেন?' উত্তরে নিপুণ বলেন, 'না। মনে হয় না ওর সাথে আর কাজ করব। কারণ ও খুবই অন্য দেশপ্রেমী। আমি অন্য দেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। আমি আমার দেশের টাকা অন্য দেশে দিব না। ওর সাথে ছবি করতে গেলে দেখা যাবে পরিচালক-প্রযোজক অন্য দেশ থেকে এসেছে। উল্লেখ্য, নিপুণ চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম রত্নগর্ভা মা। ছবিটি আজও মুক্তি পায়নি। তবে থেমে থাকেননি নিপুন। সেই বছরই 'পিতার আসন' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিপুণের। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাকিবের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি হয়ে অভিনয়ও করেছেন। এর মধ্যে কয়েকটি ছবি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। ২০০৬ সালে মরহুম কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের পরিচালনায় সাজঘর ছবিতে অভিনয় করে সেরা পার্শ চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০০৮ সালে মুহম্মদ হান্নানের পরিচালনায় চাঁদের মতো বউ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। মাঝে মাঝে নাটকে অভিনয় করেন।



 

Show all comments
  • Md Yeasin Bhuiyan Pitu ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩১ এএম says : 0
    নিপুনের মধ্যে অনেক দেশ প্রেম!!! এতো প্রেম কই রাখে???
    Total Reply(0) Reply
  • Roni Islam ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৩২ এএম says : 0
    বেশি কিছু না, উনি একটু কাভারেজ পাইলো। ওরে আমার দেশ প্রেমিক। শাকিব বাহির হতে কাজ করে,অর্থ দেশে আনে। দেশের বাহিরে তো আর নেই না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ