Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সান্তাহার ও আদমদীঘিতে যানবাহনে এলইডি বাতি : ঘটছে দুর্ঘটনা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

বগুড়ার সান্তাহার-আদমদীঘি ও এর আশপাশ এলাকায় রাতে অটোবাইক, চার্জার রিক্সা, অটো ভ্যানে ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে দৃষ্টি ক্ষতিকর এলইডি বাতি। নিন্ম মানের এলইডি বাতিগুলো মানব দৃষ্টির জন্য মারাত্মক ক্ষতিকর। যেহেতু সকল গাড়ীর কাঁচ ফাইবার মিশ্রিত, এলিইডি বাতির আলো গাড়ীর কাঁচে-হেলমেটের ফাইবার গ্লাসে আকস্কিক উজ্জল বিকিরন ঘটায়। যার ফলে অনেক সময় গাড়ী বা মোটরসাইকেল চালককে ক্ষনিকের অন্ধত্বের কারনে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যেতে দেখা যায়। দৃষ্টির জন্য মারাত্বক ক্ষতিকর এই সমস্ত নিন্মমানের এলইডি বাতি মানব চক্ষুর পেশি গুলোকে কিরুখ্ষনের জন্য অবশ করে ফেলে। সূর্যের দিকে তাকালে চোখ যেমন ক্ষনিকের জন্য দৃষ্টিহীন হয়ে যায়। তেমনি নিন্ম মানের এই সব এলইডি বাতি মানব দৃষ্টিতে ঠিক একই ধরনের প্রতিক্রিয়া ঘটায়। এলইডি বাতির কারনে ক্ষণিকের জন্য মানব দৃষ্টি অন্ধ হয়ে যায়, আর একটি বড় দূর্ঘটনার জন্য ক্ষণিকের মুহূর্তই যথেষ্ট। এলইডি বাতি ব্যবহারকারী এসব যানবাহনকে পাশ কাটাতে অনেক সময় বড় বড় বাস ট্রাকের চালকরাও সমস্যায় পরতে হয়। এ কারনে সংঘটিত হচ্ছে ছোট বড় নানা ধরনের দূর্ঘটন। এ বাতির আলো চোখে পড়ার সাথে সাথে চোখ অন্ধকারে পরিনিত হয়। এতে যে,অপর প্রান্ত থেকে আসা পরিবহনের চালকদের পাশ কাটানোর সময় কিছু দেখতে পায় না। এতে করে অনেককে দুর্ঘটায় পরতে হয়। অটোবাইক,চার্জার ও রিক্সা ভ্যানের পাশাপাশি এখন মোটরসাইকেলেও আসল লাইট খুলে ফেলে দিয়ে এলইডি বাতি সংযোজন করা হচ্ছে। নিরাপদে পথ চলতে দেশের বিভিন্ন জেলায় এলইডি বাতি ব্যাবহরের বিরুদ্ধে প্রশাসন ইতিমধ্যে বিধি ব্যবস্থা নিতে শুরু করেছে। পশ্চিম বগুড়ার সান্তাহারা-আদমদীঘি ও এর আশপাশের এলাকায় এই বাতি ব্যবহার দিন দিন ব্যাপক হরে বৃদ্ধি পাচ্ছে। ফলে এই এলাকা সমৃহে দৃষ্টি ক্ষতিকারক এলইডি বাতি ব্যবহার বন্ধ জরুরী হয়ে পড়েছে। ফলে সান্তাহার- আদমদীঘি এবং এর আশপাশ এলাকার পথচারী ও এলাকাবাসীরা অবিলম্বে এসব যানবাহন থেকে নিন্ম মানের এলইডি বাতি অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করা হলে বৃস্পতিবার বেলা ১১টয় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে আইনশৃংখলা কমিটির মাসিক সভা সভায় ক্ষতিকারক এলইডি বাতি নিয়ে আলোচনা হয় এবং তা বন্ধের পরিকল্পনা গ্রহন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ