Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান খান আগামী সপ্তাহে সউদী সফরে যাবেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৪:০৩ পিএম | আপডেট : ৫:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী সপ্তাহে সউদী আরব সফরে যাবেন। সউদী আরবে এটা হবে তার প্রথম সফর। খবর জিও নিউজ।
সূত্রে বৃহস্পতিবার বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফর বিষয়ে সউদী কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। তবে সফরের নির্দিষ্ট দিনের কথা ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, পাকিস্তান ও সউদী আরবের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১২ আগস্ট সউদী বাদশাহ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানান।
সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক শক্তিশালি করার জন্য সে দেশে তার দেশের বিপুল বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
কিছুদিন আগে ইমরান খান বলেন, পাকিস্তান ও সউদী আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালি হবে। তিনি বলেন, এ লক্ষ্যে দু’দেশের নেতারা একে অপরের দেশ সফর করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ