Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের সাফ ডিসেম্বরে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

শ্রীলঙ্কা না নেপাল- এবারের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের স্বাগতিক কে হবে, তা এখনো চুড়ান্ত হয়নি। তার আগেই হয়ে গেল টুর্নামেন্টের ড্র। সাত দেশের জাতীয় মহিলা দল অংশ নেবে আগামী ১৭ থেকে ২৬ ডিসিম্বর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে। ড্র অনুযায়ী চলমান সাফ সুজুকি কাপের পুরুষ দলের মতই টুর্নামেন্টের ‘এ’ গ্রæপে পড়েছে বর্তমান রানার্সআপ বাংলাদেশ। গ্রæপে তাদের প্রতিপক্ষ নেপাল, ভুটান ও পাকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রæপে খেলছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ড্র শেষে হেলাল বলেন, ‘যেহেতু নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ পুরুষ ফুটবল টুর্নামেন্টটি হচ্ছে, তাই আমরা চাচ্ছি শ্রীলঙ্কাতেই হোক সাফ মহিলা চ্যাম্পিয়শিপের খেলা। এই দু’টি দেশই টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে। যা আমরা চূড়ান্ত করবো চলতি মাসের শেষের দিকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাফ

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ