নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জয়ী বাংলাদেশ কিশোরী দলকে অর্থপুরস্কার দিলো জনতা ব্যাংক লিমিটেড। গত বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো। কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এ খেতাব ধরে রাখতে পারেনি মারিয়া মান্ডা বাহিনী। গত মাসে ভুটানে অনুষ্ঠিত সাফের দ্বিতীয় আসরের ফাইনালে সেই ভারতের বিপক্ষে একই ব্যবধানে হেরে শিরোপা খোয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ মহিলা দল। তবে এবার চ্যাম্পিয়ন হতে না পারলেও বাংলাদেশ কিশোরী দলের খেলা সবার নজর কেড়েছে। বিশেষ করে এবারের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ডিফেন্ডার আঁখি খাতুনের অসাধারণ এক গোল ফুটবলবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে। তিনি প্রায় ৩০ গজ দূর থেকে লম্বা শটে দুর্দান্ত গোল করে দলের ১৪-০ ব্যবধানের বড় জয়ে ভূমিকা রাখেন। কিশোরীদের এমন সাফল্যে গৌরাম্বিত দেশের নারী ফুটবল। তাদেরকে অনুপ্রাণীত করতেই এবার বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ মহিলা দলের পাশে এসে দাঁড়ায় জনতা ব্যাংক। অর্থপুরস্কার দেয়ার পাশাপাশি সাফের এবারের রানার্সআপ বাংলাদেশ কিশোরী দলকে সংবর্ধনা দেয় তারা। মূলত গত বছর শিরোপা জেতার কারণেই মারিয়া মান্ডাদের এই সংবর্ধনা দেয় জনতা ব্যাংক। গতকাল দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ কিশোরী দলের ২৩ ফুটবলারের হাতে ৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। দলের ২২ ফুটবলার ২৫ হাজার টাকা করে প্রাইজমানি পেলেও ডিফেন্ডার আঁখি খাতুন পান এর চার গুণ। এবার পাকিস্তানের বিপক্ষে অসাধারন গোল করা আঁখিকে দেয়া হয় এক লাখ টাকার চেক। কিশোরীদের হাতে চেক তুলে দেন জনতা ব্যাংক লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, মহিলা ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি চুং মং গাই এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।