বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরে থেকে অপহৃত কিশোরী সানজিদাকে (১৩) ভারতের পতিতা পল্লীতে বিক্রি করে দিয়েছে অপহরণকারী চক্র।
গত ১৫ আগষ্ট বন্দর রেললাইন এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় কিশোরীর পিতা সালাউদ্দিন মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদম পাচারকারি পিতা ও তার দুই পুত্রকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে বলা হয়ছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার দিনমজুর সালাউদ্দিনের কিশোরী মেয়ে সানজিদা আক্তার গত ১৫ আগষ্ট বিকেলে বন্দর রেললাইন এলাকায় তার বড় বোন রানী বেগমের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে
বন্দর ঝাউতলা আদম ব্যবসায়ী ইয়াছিন ও তার দুই ছেলে জাকির ও মানিক কিশোরী সানজিদার অপহরণ করে ভারতের পতিতা পল্লীতে বিক্রি করে দেয়। পরে ১৬ আগষ্ট রাত ৮টায় কিশোরী সানজিদা ভারতের একটি নাম্বার (৯১৮৩৯১৯৩০৯৪৩) থেকে তার বড় বোন রানীর ব্যবহারকৃত ০১৮৫২৩৪০০৭৫ নাম্বারে ফোন করে তাকে ভারতের পতিতা পল্লীতে বিক্রি করা হয়েছে বলে জানায়। এ সংবাদ পেয়ে কিশোরীর পিতা পাচারকারীদের সাথে যোগযোগ করলে তারা তাকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয়।এ ব্যাপারে বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) হারুন অর রশীদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।