Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ ফিলিস্তিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৪ এএম

ফিলিস্তিনের খান আল-আহমারে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনি স্থাপনা ধ্বংসকে যুদ্ধাপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ করেছে ফিলিস্তিন। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার তারা এই অভিযোগ করেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব সায়েব এরকাত বলেন, তারা আইসিসি বিচারক ফাতু নেসুদার কাছে অভিযোগ জমা দিয়েছেন। তারা বিশেষ করে অবরুদ্ধ পশ্চিম তীরে খান আল-আহমার গ্রামে চালানো ধ্বংসাত্মক কর্মকান্ড চালানোকে যুদ্ধাপরাধ বলেছেন।
১৯৯৭ সালের ১৭ জুলাই রোম স্ট্যাচু গৃহীত হয়। এ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক আদালত গঠনের সিদ্ধান্ত হয়েছিল। রোম স্ট্যাচুর প্রতি ১২৩ দেশের সমর্থন থাকলেও ৭০টি দেশ এতে অনুমোদন দেয়নি। যুক্তরাষ্ট্রও এ আদালতকে স্বীকৃতি দেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রোম নীতিমালায় স্বাক্ষর করলেও প্রেসিডেন্ট জর্জ বুশ তা প্রত্যাহার করে নেন। এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
রামাল্লায় এক সংবাদ সম্মেলনে এরেকাত বলেন, খান আল-আহমারে জোরপূর্বক বাস্তুচ্যুত করা, জাতিগত নিধন ও বেসামরিকদের সম্পদ ধ্বংস করা হয়েছে। সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। টুইটারে পিএলও নেগোশিয়েশন অ্যাফেয়ার্স বিভাগের একটি ভিডিও পোস্ট করেন তিনি। সূত্র : মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ