Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে জন্য প্রিয়াঙ্কা সালমানের ‘ভারত’ ছেড়েছেন

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সালমান খান অভিনীত ‘ভারত’ চলচ্চিত্রটি থেকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সরে আসা নিয়ে অনেক গালগল্প প্রকাশিত হয়েছে। এবার স্বয়ং সালমান খান এক সাক্ষাতকারে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। সালমান বলেন, “সে (প্রিয়াঙ্কা) অর্পিতার সঙ্গে হাজারবার ফোনে যোগাযোগ করে বলেছিল,‘আমি সালমানের সঙ্গে কাজ করতে চাই”। সে এমনকি (আব্বাস জাফর) আলিকেও বলেছিল, ‘দেখবেন আমার জন্য এই ফিল্মটিতে কাজ করার কোনও সুযোগ হয় কি না’।” সালমানের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, “ এ কথা সত্য। সালমান মিথ্যা বলে না। সে যা বলেনি তা হল প্রিয়াঙ্কা তার সঙ্গে দুবাইতে দেখা করে ‘ভারত’-এর নায়িকা হবার ইচ্ছা প্রকাশ করেছিল। যখন সে সুযোগ পেয়ে যায় তখন সে অভিনয়ে অনিচ্ছা প্রকাশ করে।” সবাই জেনেছে বাগদান আর বিয়েই প্রিয়াঙ্কার ‘ভারত’ ছাড়ার কারণ, আসল কারণ কিন্তু ভিন্ন। প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “প্রিয়াঙ্কা নিরুৎসাহিত হয়ে ওঠে যখন সে জানতে পারে চলচ্চিত্রটিতে আরও দুজন নায়িকা যুক্ত হয়েছে, প্রথমত টাবু আর তার পর দিশা পাটানি। সে তখন সন্দিহান হয়ে ওঠে। এছাড়া সালমানের সেটে দেরিতে আসার অভ্যাসও সে জানতে পারে। সালমান দুপুরে খাবারের পর সেটে আসেন আর তার চলচ্চিত্রের নায়িকাদের তার অনুপস্থিতিতেই শুটিং শেষ করতে হয়। এ ধরনের কাজের ধারা প্রিয়াঙ্কার ধাতে সয় না, বিশেষ করে হলিউডে পেশাদার পরিবেশে কাজ করে আসার পর এমন স্বভাব তার পছন্দ হয়নি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা

২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ