Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-রাশিয়ার যৌথ বিনিয়োগ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রযুক্তি খাতে উন্নয়নের লক্ষ্যে যৌথ বিনিয়োগের ঘোষণা দিয়েছে রাশিয়া-চীন ইনভেস্টমেন্ট ফান্ড-আরসিআইএফ ও চীনের তুস-হোল্ডিংস। মঙ্গলবার দেওয়া ওই ঘোষণায় রাশিয়ার তুসিনো প্রজেক্ট টেকনোলজি পার্কে ১২৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা বলা হয়। আরসিআইএফ’র একটি বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অর্থনৈতিক জোট দুটি ১০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় করে চীন-রাশিয়া হাই-টেক উদ্ভাবনী পার্ক গড়ে তোলার কথা বিবেচনা করছে। এই লক্ষ্যে তারা ইতোমধ্যে রাশিয়া-চীনের যৌথ বিনিয়োগের জন্য ১০ কোটি মার্কিন ডলারের মূলধনের একটি তহবিলও গঠন করেছে। আরসিআইএফ’র সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রিভ বলেন, চীনের অংশীদারদের সঙ্গে যৌথভাবে আমরা উন্নত প্রযুক্তিখাতে ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হবো। একই সঙ্গে তাদের প্রাথমিক প্রয়োগকে আরও সহজ করতে পারবো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ