Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১:২৫ পিএম

ঠাকুরগাঁওয়ে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন মোটরসাইকেল আরোহী।
আজ মঙ্গলবার সকাল ৬টায় শহরের তেলিপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই বাবুল।
নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৫২)। তিনি মুসলিমনগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি বোদা কাজী ফার্মের গাড়ি চালাতেন।
আহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- ভুল্লি প্রিন্সিপাল পাড়ার মোজাহিদুল করিমের ছেলে সিরাজ (৩৭) ও তার স্ত্রী শিরিন (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন ওই তিন মোটরসাইকেল আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যান। এতে গুরুতর আহত হন বাকি দুই আরোহী। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরাগঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত দুই আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুরে রেফার্ড করা হয় বলে জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক সালমা সুলতানা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ