বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র রায়হান উদ্দিন মিয়া ও সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সৈয়দা জাহানারা এন্টার প্রাইজের সত্বাধিকারী হাসিবুল হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ পায় সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজ। প্রকল্পের মোট ব্যয় ৪৮ লাথ ৮ হাজর ৮১৯ টাকা। সৈয়দা জাহানারা এন্টার প্রাইজ যথাসময়ে কাজ শেষ করে ৪৮ লাথ ৮ হাজর ৮১৯ টাকার মধ্যে ১৩ লাখ ৫ হাজার ৭৭২ টাকা উত্তোলন করে। বাকি ৩৫ লাথ ৩ হাজার ৪৭ টাকার বিল চাইলে সচিব নানা অজুহাত দেখিয়ে তালবাহানা দেখাতে থাকে। পরে ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায়, অর্থ সচিব ও মেয়র ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছেন।
এ ব্যাপারে মেয়র ও পৌর সচিবের মোবাইলে বারবার চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।