Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয় চলচ্চিত্রের জন্য অস্কার বিভাগ স্থগিত রাখল অ্যাকাডেমি

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

আগামী বছরের অস্কার অনুষ্ঠানে প্রস্তাবিত সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রের জন্য অস্কার বিভাগটি স্থগিত করল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। মাস খানেক আগে উলে­খিত বিভাগে অস্কার দেয়ার প্রস্তাব দেয়া হলে চলচ্চিত্র জগতের কর্মী আর চলচ্চিত্র সমালোচকরা এর সমালোচনায় মুখর হয়ে ওঠে। অ্যাকাডেমির প্রধান নির্বাহী ডন হাডসন এক বিবৃতিতে বলেন, “ এই প্রস্তাব নিয়ে বিভিন্ন ভাবে ব্যাপক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করার প্রয়োজন অনুভব করি। এই বছরসহ চলমান ধারায় অস্কারে কিছু পরিবর্তন আনার প্রয়াস চালান হয়েছে। ৯০ বছরের ইতিহাসে আমরা বিবর্তিত হবার চেষ্টা চালিয়ে যাব।” ৯১তম অস্কার অনুষ্ঠানটির স¤প্রচারও ৩ ঘণ্টায় সীমিত রাখার প্রস্তাব করা হয়েছে। ২৪টি বিভাগকে গুরুত্ব দেবার জন্য ছয় থেকে আটটি বিভাগের পুরস্কার দেয়া ডলবি থিয়েটার থেকে বাণিজ্যিক বিরতির সময় সরাসরি দেখান হবে। পরে বিজয়ের সময়টি সম্পাদনা করে সম্প্রচার করা হবে। ২০১৯-এর অস্কার ২৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে। ২০২০-এর অনুষ্ঠান হবে আরও আগে; ফেব্রুয়ারির শেষে নয় বরং ৯ তারিখে ৯২তম অস্কার অনুষ্ঠান হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ