পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাগারে আদালত স্থানান্তরের প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে রাজধানীর চাঁনখার পুল থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি মীর হোসেন মীরু, যুগ্ম সম্পাদক আ ন ম সাইফুল ইসলাম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মুকিতুল আহসান রঞ্জু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এম এ গাফফার, সিনিয়ার সহ-সভাপতি জাকির হোসেন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ নেতা মো: সুমন ভুঁইয়া, ওয়ারী থানার সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মোজাম্মেল হক মুক্ত, গেন্ডারিয়া থানার সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাউন্সিলর, চকবাজার থানার সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার শহীদল ইসলাম বাবুল, সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক আলিম আল বারি জুয়েল, কোতয়ালী থানার সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, ডেমরা থানার সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেমসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
মিছিলটি বকশীবাজার থেকে শুরু হয়ে চাঁনখার পুল হয়ে আনন্দবাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। বক্তব্যে কাজী আবুল বাশার বলেন, একদলীয় শাসনব্যবস্থা আবারও পুনঃপ্রতিষ্ঠিত করতে বর্তমান অবৈধ সরকার ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করার জন্যই দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, শারীরিকভাবে ভীষণ অসুস্থ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিতে অসাংবিধানিকভাবে কারাভ্যন্তরে আদালত বসিয়ে বিচারের নামে প্রহসন করছে। বাংলাদেশের সংগ্রামী মানুষ ঐক্যবদ্ধভাবে এই হীন প্রচেষ্টা রুখে দিবে।
বিএনপি নেতারা জানান, সমাবেশের শেষ পর্যায়ে পুলিশ চকবাজার থানা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান বাবু, মতিঝিল থানা বিএনপি নেতা আব্দুল আলিমসহ ৫/৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।