Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে পরিশ্রমী দেশ উগান্ডা, অলস কুয়েত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, প্রতি চার জনের একজনের যতটা ব্যায়াম করা দরকার, তা করা হয় না। ১৬৮টি দেশের ওপর চালানো এই জরিপ অনুসারে, উগান্ডা সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষের দেশ। আর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত। এতে অস্ট্রেলিয়া ৯৭তম, ভারত ১১৭তম, ফিলিপিন্স ১৪১তম, যুক্তরাষ্ট্র ১৪৩তম, যুক্তরাজ্য ১২৩তম, সিঙ্গাপুর ১২৬তম এবং ব্রাজিল ১৬৪তম অবস্থানে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কুয়েত, আমেরিকান স্যামোয়া, সৌদি আরব ও ইরাকের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষ ব্যায়াম করে না। অন্যদিকে উগান্ডার মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ মানুষ এই বিষয়ে যথেষ্ট সক্রিয় না। সংস্থাটির মতে, প্রতি সপ্তাহে একজন মানুষের কমপক্ষে ৭৫ মিনিট ব্যায়াম করাই যথেষ্ট। বেশির ভাগ দেশের পুরুষদের তুলনায় নারীরা বেশি অলস। ধনী দেশের চেয়ে গরিব দেশের মানুষ বেশি কর্মশক্তি সম্পন্ন। বৈশ্বিক ব্যায়ামের মাত্রা ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত উল্লেখযোগ্য হারে বাড়েনি। ব্লু মবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ