Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যক্ষ্মা বেড়েছে ভারতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৮:০৫ পিএম

২০২১ সালে ভারতে যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪০ হাজার জন। এই সংখ্যা ২০২০ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি। ২০২১ সালে দেশটিতে মোট ২২ লাখ মানুষের যক্ষ্মা পরীক্ষা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্টে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশটিতে কোভিড মহামারির তীব্রতার কারণে যক্ষ্মা আড়ালে পড়ে গেছে। এর ফলে যক্ষ্মা রোগীরা সঠিক চিকিৎসা এবং পরিষেবা পাননি। এতে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়েছে। পৃথিবীর যে ৪টি দেশে যক্ষ্মায় মৃত্যু সবচেয়ে বেশি, তার মধ্যে ভারত অন্যতম। তবে ভারত সরকারের দাবি—পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় ভারতের যক্ষ্মা পরিস্থিতি ভালো। দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে ভারতে প্রতি এক লাখে যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ২১০ জন। ২০১৫ সালে যক্ষ্মা আক্রান্ত হয়েছিলেন এক লাখ ২৫৬ জন। এই পরিসংখ্যানকে ভিত্তি ধরলে ২০২১ সালে প্রতি এক লাখে ১৮ শতাংশ কম আক্রান্ত হয়েছেন। সারা বিশ্বের তুলনায় সাত শতাংশ মানুষ কম আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ