বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে একটি ট্রাকসহ ৯৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। যশোর জেলার বাঘাড়পাড়া উপজেলার গাইদঘাট এলাকা থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার বজলুর রহমান বিশ্বাসকে আটক করেছে র্যাব। তিনি যশোর কতোয়ালী থানার কাসেমপুর গ্রামের নবু বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ র্যাব ৬ এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, মালবাহী ট্রাকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাচারের সংবাদ পেয়ে র্যাব শুক্রবার রাতে গাইদঘাট বাজারের ডাঃ শামসুল রহমান সুপার মার্কেটের সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক (রেজি নং- খুলনা মেট্রো ট-১১-০২৯৩) সিগন্যাল উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ট্রাকটির পিছু নিয়ে আটক করে এবং তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত বজলুর রহমান র্যাবের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফেন্সিডিলের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শনিবার দুপুরে যশোরের বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।